যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গোলাগুলিতে নিহত ৪

রোববার স্থানীয় সময় রাত ১টার কিছু আগে সেন্ট হেলেনা দ্বীপের উইলিস বার অ্যান্ড গ্রিলে গোলাগুলির খবর পান পুলিশের কর্মকর্তারা।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সাউথ ক্যারোলিনার একটি দ্বীপ শহরে রোববার (১২ অক্টোবর) এক রেস্তোরাঁয় গোলাগুলিতে চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিউফোর্ট কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার কিছু আগে সেন্ট হেলেনা দ্বীপের উইলিস বার অ্যান্ড গ্রিলে গোলাগুলির খবর পান পুলিশের কর্মকর্তারা। পরে তারা সেখানে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শেরিফের কার্যালয় জানিয়েছে, গোলাগুলির সময় সেখানে শত শত মানুষ উপস্থিত ছিল। তারা ঘটনাটি তদন্ত করছে।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত নিহতদের নামও প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, যেসব ঘটনায় কমপক্ষে চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হন, সেগুলোকে গণ-গোলাগুলির ঘটনা হিসেবে গণ্য করা হয়। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ক্রমবর্ধমানহারে বৃদ্ধি পেয়েছে।

সূত্র : রয়টার্স