ভেনিজুয়েলা ‘জোরপূর্বক যুক্তরাষ্ট্রে পাঠানো’ তাদের অভিবাসীদেরকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে দেশটিকে ‘ভয়াবহ’ পরিণতির সম্মুখীন হওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনিজুয়েলার সাথে যখন ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি এ হুমকি দিয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) ট্রাম্প বলেছেন, ‘আমরা চাই ভেনিজুয়েলা অবিলম্বে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে পাঠানো সব বন্দী ও মানসিক চিকিৎসা কেন্দ্রের লোকদের গ্রহণ করুক। এই দানবদের কারণে কয়েক হাজার মানুষ ভয়াবহভাবে আহত হয়েছে, এমনকি নিহতও হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনই তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিন, নইলে চড়া মূল্য দিতে হবে!’
এদিকে, শুক্রবার ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ওপর ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর অভিযোগ এনেছে ভেনিজুয়েলা। সাম্প্রতিক সপ্তাহগুলোয় নৌযানে থাকা বেশ কয়েকজন মাদক পাচারকারীকে হত্যার জন্য মার্কিন হামলার তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি।
ভেনিজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ এবং পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। একে তারা মাদকবিরোধী অভিযান বলে অভিহিত করছে। ফলে কয়েক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌবাহিনী মোতায়েন করায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ভূখণ্ডে হামলা করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
এই হামলাগুলোয় হত্যাকাণ্ডের বৈধতা নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, মার্কিন আইন অনুসারে মাদক পাচার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ নয়। এছাড়াও লক্ষ্যবস্তু করা নৌকাগুলো আসলে মাদক পাচার করছিল কি-না, ওয়াশিংটন তা নিয়ে তাদের দাবির সমর্থনে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।
সূত্র : বাসস