চীন-ভিত্তিক বিশ্লেষক শন রেইন আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে চীন খুব বেশি কঠোর পদক্ষেপ নিতে পারবে না। তারা কেবল কূটনৈতিক প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
চায়না মার্কেট রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা রেইন আরো বলেন, মাদুরোর ঘটনায় বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। তবে তাদের সক্ষমতা সীমিত। তাদের বিকল্পও কম।
তিনি আরো বলেন, চীন খুব বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না। কারণ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের সামরিক সক্ষমতা খুব বেশি নয়। দেশের বাইরে চীনের সামরিক ঘাঁটি মাত্র দুটি। অপরদিকে আমেরিকার বিদেশে সামরিক ঘাঁটি রয়েছে ৮০০টি। সবচেয়ে বড় কথা হলো, চীন ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয় জাতি। তারা যুদ্ধবাজ নয়।
চীনা এই বিশ্লেষক বলেন, চীন ইতোমধ্যে মার্কিন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। এখন তারা যেটি করতে পারে, সেটি হলো, ল্যাটিন আমেরিকার তার শরীক দেশগুলোকে সঙ্গে নিয়ে প্রতিবাদটি আরো জোরালো করবে। সবাই একত্রে বলবে যে যুক্তরাষ্ট্রের এমন অভিযান ঠিক হয়নি।
তিনি আরো বলেন, চীন কেবল মার্কিন হামলার সমালোচনাই করতে পারবে। তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারবে না।
সূত্র : আল জাজিরা



