বাসভবনে হামলার খবর পুতিনই ফোনালাপে জানিয়েছেন : ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৯ ডিসেম্বর) বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ফোনে জানিয়েছেন যে রাশিয়ার উত্তরাঞ্চলে তার বাসভবনে হামলার চেষ্টা করেছে ইউক্রেন। তবে কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।

হামলার অভিযোগ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমার এটা ভালো লাগেনি। এটা একেবারেই ভালো হয়নি। আমি আজ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে এটি সম্পর্কে জানতে পেরেছি। আমি খুবই রেগে গিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘এটা একটা নাজুক সময়। এটা সঠিক সময় নয়। আক্রমণাত্মক হওয়া এক জিনিস, কারণ তারা আক্রমণাত্মক। তার বাড়িতে আক্রমণ করা অন্য জিনিস। এটা এমন কিছু করার জন্য সঠিক সময় নয়।’

এই ধরনের হামলার কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি দেখছি।’

সোমবারের শুরুতে পুতিনের সাথে তার ফোনালাপকে তিনি ‘খুব ভালো আলোচনা’ হয়েছে বলে বর্ণনা করেছিলেন। ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য আলোচনা সম্পর্কে বলেছিলেন, ‘আমাদের কাছে কিছু খুব জটিল সমস্যা রয়েছে।’

সূত্র : রয়টার্স