এপস্টেইনের ফাইল প্রকাশের বিলে ট্রাম্পের সই

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ফাইল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তার অনুগামীরা ফাইল প্রকাশের দাবি করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছেন, যৌন অপরাধের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনের ফাইল প্রকাশ করার জন্য কংগ্রেসের অনুমোদিত বিলে তিনি সই করেছেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘আমার নির্দেশের পর বিচার বিভাগ প্রায় ৫০ হাজার পাতার নথিপত্র কংগ্রেসকে দেবে।’

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ফাইল নিয়ে সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এসেছে, তার অনুগামীরা ফাইল প্রকাশের দাবি করেছেন।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বুধবার জানিয়েছেন, ‘৩০ দিনের মধ্যে বিচার বিভাগ এই ফাইল প্রকাশ করবে। আমরা আইন মেনে স্বচ্ছ্বতার সাথে এই কাজ করব।’

ট্রাম্প একাধিক ডেমোক্র্যাট নেতার নাম করে দাবি করেছেন, তাদের সাথে এপস্টেইনের যোগাযোগ ছিল।

সূত্র : ডয়চে ভেলে