প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, হতাহত ১২

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলে কমপক্ষে ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছে; সতর্ক সংকেত, আফটারশক এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন চলছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প |সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার (২ জানুয়ারি) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুই ব্যক্তি নিহত ও আরো ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে আঘাত হানে।

আকাপুলকো দেশটির একটি গুরুত্বপূর্ণ বন্দর ও সমুদ্রসৈকত পর্যটন কেন্দ্র। এলাকাটি গুয়েরেরো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সান মারকোস এলাকার কাছে।

মেক্সিকো সিটির উত্তরে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় সেখানে সতর্ক সংকেত বাজতে শুরু করলে মানুষ নিরাপত্তার জন্য রাস্তায় ছুটে যায়, ফলে ছুটির সপ্তাহান্তের কার্যক্রম ব্যাহত হয়।

গুয়েরেরো রাজ্যের গভর্নর ইভেলিন সালগাদো জানিয়েছেন, গুয়েরেরোতে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, এতে ১২ জন আহত হয়েছেন। শুক্রবারের ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হচ্ছিল।

স্থানীয়দের ‘শান্ত থাকতে’ এবং ‘সবসময় লাইফ ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে’ আহ্বান জানান তিনি।

ব্রুগাদা বলেন, দু’টি স্থাপনার ধসে পড়ার ঝুঁকি আছে কি না তা মূল্যায়ন করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩৪টি ভবন ও ৫টি বাড়ি পরিদর্শন করা হয়েছে।

দেশটিতে ১৯৮৫ সালের ভয়াবহ ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি নিহত হয়েছিলেন। এরপর মেক্সিকোতে সিসমিক সিস্টেম (ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা) চালু করা হয়েছিল।

ভূমিকম্প আঘাত হানার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বছরের প্রথম সংবাদ সম্মেলন করছিলেন।

এ সময় ভিডিওতে দেখা যায়, ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বাজলে শেইনবাউম বলেন, ‘কম্পন হচ্ছে’। তিনি সংবাদিকসহ সবাইকে ‘শান্তভাবে বেরিয়ে’ যেতে বলেন।

সূত্র : বিবিসি ও এএফপি