চীনের সামরিক অনুষ্ঠান নিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রেসিডেন্ট শি কি উল্লেখ করবেন কি-না যে চীনকে একটি অত্যন্ত শত্রুভাবাপন্ন বিদেশী আগ্রাসন থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র কি বিশাল পরিমাণে সাহায্য করেছে ও রক্ত দিয়েছে?’
‘চীনের বিজয় ও গৌরব অর্জনের যাত্রায় বহু মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। আমি আশা করি তাদের সাহস ও আত্মত্যাগ যথাযথভাবে সম্মানিত ও স্মরণ করা হবে!’
তিনি ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, ‘আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তখন আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘প্রেসিডেন্ট শি ও চীনের চমৎকার জনগণ যেন একটি মহান ও দীর্ঘস্থায়ী উদযাপনের দিন উপভোগ করেন।’
তবে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ইয়োরি উশাকভ। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘বিদ্রূপাত্মক’ বলে বর্ণনা করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, উশাকভ বলেন যে পুতিন, শি ও কিম ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথাও ভাবছেন না’ এবং এই তিন নেতা ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকা সম্পর্কে সচেতন’।
সূত্র : বিবিসি