আদালতে মাদুরো

আমি এখনো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

নিউইয়র্ক আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে এখনো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন।

নয়া দিগন্ত অনলাইন
আদালতে নেয়ার পথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস
আদালতে নেয়ার পথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস |সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হামলা চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। আদালতে বিচারকের সামনে নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। মাদুরো বলেছেন, ‘আমি একজন ভদ্র মানুষ। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

মাদক পাচার ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত চারটি মামলায় নিজেকে নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, নিজ দেশ থেকে তাদের অপহরণ করে নিয়ে আসা হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটান ফেডারেল আদালতে তোলা হয়।

বিচারক ছিলেন ডিস্ট্রিক্ট জজ আলভিন হেলারস্টেইন। মাদুরোর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারি জোয়েল পোলাক।

শুনানিকালে আদালতে উপস্থিত এক ব্যক্তি স্প্যানিশ ভাষায় মাদুরোর দিকে চিৎকার করে বলেন, তাকে এর মূল্য দিতে হবে। জবাবে মাদুরো নিজেকে ‘অপহৃত প্রেসিডেন্ট’ ও ‘যুদ্ধবন্দি’ বলে উল্লেখ করেন।

পরে তাকে হাতকড়া পরিয়ে স্ত্রীসহ আদালতের পেছনের দরজা দিয়ে বের করে নেয়া হয়।

প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এদিকে কারাকাসে সংসদ অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

রদ্রিগেজ শপথের পর জাতীয় পরিষদে বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের কারণে তিনি ব্যথিত, তবে দেশের শান্তি ও জনগণের সামাজিক-অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করবেন। এ সময় হাজারো মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে মাদুরো পরিবার ও অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানান।

সূত্র : বিবিসি