টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল পাসে ব্যর্থতা ঘটেছে। ফলে দেশটির সরকারি কার্যক্রমে অচলাবস্থা অব্যাহত রয়েছে। বাজেট পাসে ৬০ ভোটের প্রয়োজন হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সংখ্যা অর্জন করতে পারেনি।
শাটডাউনের কারণে কয়েক হাজার সরকারি কর্মচারীকে অবৈতনিক ছুটি বা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। মূল বিরোধ দেখা দিয়েছে ট্রাম্পের রিপাবলিকান সরকার ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট দলের মধ্যে। যেখানে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যনীতির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চাচ্ছে। আর রিপাবলিকানরা তা প্রত্যাখ্যান করছে।
অবশ্য ট্রাম্প আপসের ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রস্তাবিত বাজেটে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতি সংক্রান্ত বেশ কিছু অংশ ইতোমধ্যে বাদও দেয়া হয়েছে।
ডেমোক্র্যাটরা দাবি করছে, এই বিল স্বল্প আয়ের আমেরিকানদের ক্ষতিগ্রস্ত করবে এবং স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ পুনর্বহাল না হলে তারা সমর্থন দেবে না।
সূত্র : বিবিসি