ট্রাম্প-পুতিনের দীর্ঘ ফোনালাপ, হাঙ্গেরিতে বৈঠক

ট্রাম্প বলেছেন, ‘আমি বিশ্বাস করি আজকের ফোনালাপে অনেক অগ্রগতি হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আবার দেখা করতে সম্মত হয়েছেন। দুই নেতার মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপের পর তিনি এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সাথে দেখা করবেন। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, বৈঠকটি সম্ভবত দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ফোনালাপটি এমন এক সময়ে হয়েছে, যখন আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ট্রাম্পকে ইউক্রেনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য পুনরায় আহ্বান করতে পারেন জেলেনস্কি। এই ক্ষেপণাস্ত্র দুই দেশের চলমান যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডের আরো গভীরে আঘাত হানতে পারে।

ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, তিনি শুক্রবার ওভাল অফিসে রাশিয়ার সাথে আলোচনার বিষয়বস্তু জেলেনস্কিকে জানাবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আজকের ফোনালাপে অনেক অগ্রগতি হয়েছে।’

তিনি আরো জানান, তার ও পুতিনের মধ্যে আরেকটি বৈঠকের প্রস্তুতির জন্য আগামী সপ্তাহে মার্কিন ও রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করবেন। গত আগস্ট মাসে আলাস্কায় শীর্ষ সম্মেলনের জন্য দুই নেতার দেখা হওয়ার পর এটিই তাদের মধ্যে প্রথম কথোপকথন।

এদিকে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি উল্লেখ করেন, শুধুমাত্র ‘শক্তি ও ন্যায়বিচারের ভাষা’ রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে পারে।

সূত্র : আল জাজিরা