চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম বিক্রির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে টিকটক বিক্রি করা হবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, নতুন প্রতিষ্ঠানের মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার হবে। যদিও বিশ্লেষকেরা যেমনটি ধারণা করছিলেন, তার থেকে এই মূল্য বেশ কম।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, টিকটক নিষিদ্ধ-সংক্রান্ত আইন কার্যকরের সময় ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। আইন অনুযায়ী, চীনা মালিকরা টিকটক বিক্রি নিয়ে আপত্তি জানালে নিষিদ্ধ করা হবে প্ল্যাটফর্মটি। এর মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রমকে এর বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে আলাদা করা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিনিয়োগকারী সংগ্রহ করা এবং চীন সরকারের অনুমোদন পাওয়ার চেষ্টা চলবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পরিকল্পনার অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি’র সাথে কথা বলেছি। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, আমি তাকে বলেছি আমরা কী করছি এবং তিনি বলেছেন এই পরিকল্পনা এগিয়ে নিতে।’
এদিকে, শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলোর জন্য দেশটি একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে।’
ট্রাম্পের এই পদক্ষেপের বিষয়ে টিকটক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্প টিকটককে কৃতিত্ব দিয়েছেন। দেশটিতে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন। ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে ১৫ কোটি ফলোয়ার রয়েছে। হোয়াইট হাউসও গত মাসে একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টও চালু করেছে। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালনা করতে চান ট্রাম্প।
সূত্র : রয়টার্স