মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তবে তিনি গাজা উপত্যকায় ইসরাইলকে সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমতি দিতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প এক ফোন সাক্ষাৎকারে বলেছেন, ‘হামাস নিয়ে যা ঘটছে, তা দ্রুতই সমাধান করা হবে।’
হামাস যদি নিরস্ত্রীকরণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে কী ঘটবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি বলার সাথে সাথেই ইসরাইল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরাইল যদি চায়, তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে। আমি তাদের থামিয়ে রেখেছি।’
তিনি বলেন, ২০ জন জীবিত ইসরাইলি পণবন্দীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু হামাসকে এখন বাকিদের লাশ ফিরিয়ে দেয়ার ও নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস বুধবার জানিয়েছে, ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা গাজায় আরো দুই পণবন্দীর লাশ স্থানীয় সময় রাত ১০টায় হস্তান্তর করবে। তারা আরো বলেছে, তারা চুক্তির শর্তাবলী মেনে সব জীবিত পণবন্দী এবং যেসব লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে, সেগুলোও ফিরিয়ে দিয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠীটি আরো বলেছে, অবশিষ্ট লাশগুলো উদ্ধারের জন্য ‘যথেষ্ট প্রচেষ্টা ও বিশেষায়িত সরঞ্জামের প্রয়োজন’ এবং তারা ‘এই কাজ সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে’।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি