যুক্তরাজ্যে ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই বৃহত্তম বাণিজ্যিক চুক্তি সারা দেশে সাত হাজার ৬০০টিরও বেশি উচ্চমানের কর্মসংস্থান তৈরি করবে।

নয়া দিগন্ত অনলাইন
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সময় যুক্তরাজ্যে রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই বৃহত্তম বাণিজ্যিক চুক্তি সারা দেশে সাত হাজার ৬০০টিরও বেশি উচ্চমানের কর্মসংস্থান তৈরি করবে।

এই অর্থায়নের একটি বড় অংশ আসবে বিশ্বের বৃহত্তম বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে। সংস্থাটি আগামী এক দশকে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘এই বিনিয়োগগুলো ব্রিটেনের অর্থনৈতিক শক্তির প্রমাণ এবং আমাদের দেশ যে উন্মুক্ত, উচ্চাকাঙ্ক্ষী ও নেতৃত্ব দিতে প্রস্তুত তার একটি সাহসী সংকেত। আমি কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও সুযোগের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এই রাষ্ট্রীয় সফর ঠিক সেই প্রতিশ্রুতিই পূরণ করছে।’

আগামীকাল বৃহস্পতিবার, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রধান বিনিয়োগকারীরা চেকার্সে স্টারমার ও ট্রাম্পের সাথে দেখা করবেন এবং কিভাবে উভয় দেশ তাদের অর্থনৈতিক সম্পর্ক ও ভবিষ্যতের সহযোগিতা আরো গভীর করতে পারে তা নিয়ে আলোচনা করবেন।

এর আগে, চলতি বছরের জুন মাসে ব্ল্যাকস্টোন ঘোষণা করেছিল যে তারা আগামী দশকে ইউরোপে ৩৭০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে।

এই সপ্তাহের শুরুতে, মাইক্রোসফ্ট আগামী চার বছরে যুক্তরাজ্যে ২২ বিলিয়ন পাউন্ড ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে এবং গুগল হার্টফোর্ডশায়ারে একটি বিদ্যমান ডেটা সেন্টার সম্প্রসারণের জন্য আগামী দুই বছরে পাঁচ বিলিয়ন পাউন্ড ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই বিনিয়োগগুলি ওষুধ খাতে বিনিয়োগের ক্রমশ পতনের বিরুদ্ধে পাল্টা ভারসাম্য হিসেবে কাজ করবে। তবে, গুগল ও মাইক্রোসফটের ঘোষিত বিনিয়োগ তাদের বার্ষিক ব্যয়ের ৪ শতাংশেরও কম। এর ফলে যে সাত হাজার ৬০০টি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে তা গত বছর থেকে কমে যাওয়া এক লাখ ৬০ হাজার বেতনভিত্তিক কর্মসংস্থানের তুলনায় খুবই কম।

সূত্র : বিবিসি