চীনের বিরল খনিজ নিয়ে ১ বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে : ট্রাম্প

ট্রাম্প জানান, চুক্তিটি এক বছরের জন্য হচ্ছে এবং প্রতিবছর পুনরায় আলোচনা করে নবায়ন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বিরল খনিজ নিয়ে বাধা দূর হয়েছে। দেশটির সাথে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে এক বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে।

চীন বিরল খনিজ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এসব খনিজ পদার্থ ঘরোয়া যন্ত্রপাতি থেকে শুরু করে গাড়ি, জ্বালানি ও অস্ত্র তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, বিরল খনিজের বিষয়টি সমাধান হয়েছে এবং এটি বিশ্বের সবার জন্য প্রযোজ্য।

তিনি জানান, চুক্তিটি এক বছরের জন্য হচ্ছে এবং প্রতিবছর পুনরায় আলোচনা করে নবায়ন করা হবে।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সাথেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ‘বিরল খনিজ নিয়ে এখন আর কোনো বাধা নেই । আশা করি এই শব্দটি কিছুদিনের জন্য আমাদের শব্দভাণ্ডার থেকে মুছে যাবে।’

সূত্র : বাসস