মেক্সিকোর সিনালোয়া রাজ্যে সোমবার (৩ নভেম্বর) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক চক্রের ১৩ জন সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের গুয়াসাভেতে সংঘর্ষের পর আরো চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গ্যাংয়ের অপহরণ করা নয়জনকে মুক্তি দেয়া হয়েছে।’
তিনি বলেন, একটি সেতুর নিচে লুকিয়ে থাকা বন্দুকধারীরা টহলরত নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ চালায়। যার ফলে অফিসাররা পাল্টা জবাব দিতে বাধ্য হন।
গার্সিয়া হারফুচ বলেন, গোলাগুলির পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা সাতটি যানবাহন, উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র এবং সরঞ্জাম জব্দ করেছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় একটি শক্তিশালী কার্টেলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সিনালোয়া এক বছরেরও বেশি সময় ধরে অস্থির রয়েছে। এই সহিংসতায় কমপক্ষে এক হাজার ৭০০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫৭ জন নাবালক এবং প্রায় দুই হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
সূত্র : বাসস
 


