বিদেশীসহ ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ
ভেনিজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ |বিবিসি

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তাদের মুক্তি দেয়া শুরু হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মাঝে কয়েকজন বিদেশী বন্দীও রয়েছে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাথে তেল সমৃদ্ধ দেশটির উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে।

ডেলসি রদ্রিগেজ ভেনিজুয়েলার নেতৃত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে শুরু করেছে এবং এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও লাভ করেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, এই ঘটনায় তিনি সন্তুষ্ট এবং যতক্ষণ পর্যন্ত রদ্রিগেজ ওয়াশিংটনকে তেলের ওপর প্রবেশাধিকার দেবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশটি শাসন করার সুযোগ দেয়া হবে।

সূত্র : বিবিসি