হামাসকে ‘হত্যা’র হুমকি দিলেন ট্রাম্প

গত সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, গাজায় গ্যাং ও ইসরাইলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে তিনি হামাসের ওপর হামলার অনুমোদন দেবেন। ফলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ট্রাম্প সামাজিকে যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে মনোযোগের জন্য ধন্যবাদ!’

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, গাজায় মার্কিন বাহিনী প্রবেশ করবে না। তিনি বলেন, ‘এটা আমরা করব না। আমাদের সেটা করার প্রয়োজন নেই। এমন লোক আছে, খুব কাছেই আছে, যারা আমাদের তত্ত্বাবধানে কাজটা সহজেই করে ফেলবে।’ তিনি কোনো দেশের নাম না বললেও তার ইঙ্গিত স্পষ্টত ছিল ইসরাইলের দিকেই।

গত সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা খুব খারাপ কয়েকটি গ্যাংকে নির্মূল করেছে। এবং তারা বেশ কয়েকজন গ্যাং সদস্যকে মেরে ফেলেছে। সত্যি কথা বলতে, এতে আমি তেমন একটা বিরক্ত হয়নি। এটা ঠিক আছে।’

গাজায় হামাস ও কয়েকটি সশস্ত্র গ্যাংয়ের সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব গ্যাংয়ের বিরুদ্ধে মানবিক সহায়তা লুটপাট ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

রোববারের ওই সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যেসব গ্যাং সদস্য রক্তপাতের সাথে যুক্ত ছিল না, তাদের সাধারণ ক্ষমা করা হবে।

এর আগে, জুন মাসে ইসরাইলি কর্মকর্তারা হামাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গাজার বিভিন্ন দলকে অস্ত্র দেয়ার কথা স্বীকার করেন। এদের মধ্যে কিছু গোষ্ঠীর আইএসআইএল (আইএসআইএস) এর সাথে সম্পর্ক রয়েছে।

সূত্র : আল জাজিরা