দক্ষিণ চীন সাগরে রোববার (২৬ অক্টোবর) পৃথক রুটিন অভিযানের সময় আধা ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।
নৌবাহিনী কৌশলগত পানিসীমায় সংঘটিত এই দুই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।
নৌবাহিনী আরো জানায়, এর প্রায় ৩০ মিনিট পর নিমিৎজ থেকে রুটিন অপারেশন পরিচালনা করার সময় আরেকটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উভয় ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসেন সক্ষম হন এবং তাদের উদ্ধার করা হয়।
দক্ষিণ চীন সাগরের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। চীনসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এ সাগরের পানিসীমার কিছু অংশের মালিকানার দাবিদার। কিন্তু আন্তর্জাতিক আদালতের নির্দেশনা উপেক্ষা করে কৌশলগতভাবে এই পানিপথের প্রায় পুরোটার মালিকানা দাবি করে চীন।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, চীনের দাবি ও সামরিক গঠন পানিপথে নৌচলাচলের স্বাধীনতা ও মুক্ত বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে। চীনের দাবি প্রতিহত করতে এবং ওয়াশিংটনের মিত্র ও অংশীদারদের সমর্থন করার জন্য মার্কিন বাহিনী এই অঞ্চলে একটি স্থিতিশীল উপস্থিতি বজায় রেখেছে।
সূত্র : সিএনএন



