কলম্বিয়ায় শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৭

বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়ার উপকূলের একটি ক্যারিবিয়ান সৈকত থেকে ভ্রমণ করে ফিরছিল।

নয়া দিগন্ত অনলাইন

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার (১৪ ডিসেম্বর) ৪০ মিটার গভীর খাদে বাস পড়ে ১৭ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী এবং এক চালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

বেলোর মেয়রের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে কতজন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে তা নির্ধারণের জন্য কর্মকর্তারা এখনো কাজ করছেন।

মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়ার উপকূলের একটি ক্যারিবিয়ান সৈকত থেকে ভ্রমণ করে ফিরছিল।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা রেন্ডনের একটি ভিডিওতে দেখা গেছে, বেঁচে যাওয়া এক শিক্ষার্থী বলছে, ‘আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমি চিৎকার শুনতে পেলাম, এবং সেই মুহূর্ত থেকে আমার আর কিছুই মনে নেই।’

শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে মনোরম ক্যারিবীয় সৈকত শহর টোলু ও কোভেনাসে গিয়েছিল। উদ্ধারকারীদের স্ট্রেচারে করে আহতদের ভয়াবহ গিরিখাত থেকে বের করে আনতে দেখা গেছে।

সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সূত্র : এএফপি