নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপরও রফতানি নিয়ন্ত্রণ আরোপ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে চীন তাদের বিরল খনিজের রফতানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। চীনের এমন পদক্ষেপের কঠোর সমলোচনা করেছেন ট্রাম্প।
তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় চীনকে ‘শত্রুতাপূর্ণ’ ও বিশ্বকে ‘বন্দী’ রাখার চেষ্টা করার অভিযোগ করেন। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক থেকে সরে আসার হুমকিও দেন তিনি। পরে অবশ্য তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, তিনি এটি বাতিল করেননি। তিনি বলেন, ‘যাই হোক না কেন আমি সেখানে থাকব।’
বিরল খনিজ ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ উপকরণ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। এসব খনিজ গাড়ি, স্মার্টফোন ও অন্যান্য জিনিসের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করার পর, বেইজিং তাদের রফতানি নিয়ন্ত্রণ কঠোর করে। সে সময় বিরল খনিজের ওপর নির্ভরশীল অনেক মার্কিন সংস্থা ক্ষোভ প্রকাশ করেছিল। এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকেও সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।