ইসরাইলকে সিরিয়ার সাথে দৃঢ় সংলাপ বজায় রাখতে হবে : ট্রাম্প

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে গ্রামাঞ্চলে ইসরাইলের সবশেষ হামলায় ১৩ জন নিহত হওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সাথে ‘দৃঢ় ও প্রকৃত’ সংলাপ বজায় রাখার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, এমন কিছু ঘটানো উচিত হবে না যা সিরিয়াকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের পথে বাধা সৃষ্টি করে।

সোমবার (১ ডিসেম্বর) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এ কথা বলেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে গ্রামাঞ্চলে ইসরাইলের সবশেষ হামলায় ১৩ জন নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

তবে বার্তায় ট্রাম্প নির্দিষ্টভাবে ইসরাইলের আক্রমণের কথা উল্লেখ করেননি। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির দক্ষিণে ইসরাইলের দখলদারিত্ব বৃদ্ধি পেয়েছে।

বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল, তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে ও একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট আল-শারাকে দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করা আঞ্চলিক নেতা হিসেবে বর্ণনা করে বলেন, ‘সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ভালো কিছু করতে এবং সিরিয়া ও ইসরাইল উভয়ের মধ্যে দীর্ঘ ও সমৃদ্ধ সম্পর্ক বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করছেন।

ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরেই ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন। এ সময় তারা সিরিয়া নিয়ে আলোচনা করেছেন কি না স্পষ্ট না করা হলেও ঘোষণা করা হয়, ট্রাম্প ‘অদূর ভবিষ্যতে’ নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র : আল জাজিরা