ইসরাইল সফরে গাজা যুদ্ধবিরতি বহাল থাকার আশাবাদ ব্যক্ত করলেন ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার জেরুসালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের সাথে দেখা করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স |সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি ভূখণ্ডটির পুনর্গঠন পরিকল্পনার প্রতি সমর্থন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২১ অক্টোবর) ইসরাইল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় তিনি গাজায় যুদ্ধবিরতি বহাল থাকবে বলে ‘গভীর আশাবাদ’ ব্যক্ত করেছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হামাস গাজায় নিজেদের পুনরুজ্জীবিত করার জন্য বিরতি নিয়েছে বলে ইসরাইলের উদ্বেগ সত্ত্বেও ভ্যান্স বলেছেন, মার্কিন-মধ্যস্থতা চুক্তির অধীনে ওয়াশিংটন গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করবে না।

ইসরাইলের দক্ষিণ শহর করিয়াত গাটে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলে মঙ্গলবার বলেছেন, ‘মার্কিন নেতৃত্বাধীন একটি মিশন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে। গত সপ্তাহে আমরা যা দেখেছি তা আমাকে যুদ্ধবিরতি বজায় রাখার ব্যাপারে দারুণ আশাবাদী করে তুলেছে।’

তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি, আজকের অবস্থান নিয়ে সবার গর্বিত হওয়া উচিত। এর জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। এর জন্য নিরন্তর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান প্রয়োজন।’

ভ্যান্স আজ বুধবার জেরুসালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের সাথে দেখা করবেন। এদিকে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। হামাস জানিয়েছে, গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে অবশিষ্ট ইসরাইলি পণবন্দীদের লাশ খুঁজে বের করার জন্য তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

ইসরাইলের দক্ষিণ-পশ্চিমে একটি যৌথ মার্কিন-ইসরাইলি বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র খোলার সময় ভ্যান্স এটিকে সমর্থন করেন। কিন্তু তিনি একটি দৃঢ় সময়সীমার জন্য ইসরাইলি চাপকে উপেক্ষা করেন।

তিনি বলেন, ‘আমি এমন কিছু করতে যাচ্ছি না যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর জন্য একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে, কারণ এই জিনিসগুলোর অনেক কিছুই কঠিন।’

ভ্যান্স আরো বলেন, গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তবে, যুক্তরাষ্ট্র সমন্বয়ে অংশ নেবে।

সূত্র : বাসস