হন্ডুরাসে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন রক্ষণশীল প্রার্থী নাসরি অসফুরা। গত ৩০ নভেম্বর নির্বাচনের পর বুধবার (২৪ ডিসেম্বর) দেশের নির্বাচনী কাউন্সিল বা সিএনই এ তথ্য জানিয়েছে।
অসফুরার সাথে টানটান প্রতিদ্বন্দ্বীতা চলে সালভাদোর নাসরাল্লার। নির্বাচনের পরে একাধিক সপ্তাহ ধরে চলে ভোট গণনা। রক্ষণশীল ন্যাশানাল পার্টির অসফুরা ৪০.২৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। লিবারল পার্টির নাসরাল্লা পেয়েছেন ৩৯.৫৩ শতাংশ ভোট।
নির্বাচনের কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসফুরার পক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘অসফুরাই একমাত্র প্রার্থী যার সাথে ওয়াশিংটন কাজ করতে চায়।’
ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি নাসরাল্লাকে ‘প্রায় কমিউনিস্ট’ বলে দাবি করেন।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অসফুরাকে শুভেচ্ছা জানান।
সূত্র : ডয়চে ভেলে


