বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে : ট্রাম্প

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারো দখলে নিলে তা দেশটিতে পুনরায় আক্রমণের মতো দেখাতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২০ সেপ্টেম্বর) বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয় তাহলে ‘খারাপ কিছু’ ঘটবে। আবার এটি পুনরুদ্ধারের জন্য সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যেগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’

এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন বাহিনী যে ঘাঁটিটি ব্যবহার করেছিল, তার নিয়ন্ত্রণ ফিরে পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে। পরদিন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আফগানিস্তানের সাথে কথা হচ্ছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। সে সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়।

এদিকে আফগান কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে বিরোধিতা প্রকাশ করেছেন।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারো দখলে নিলে তা দেশটিতে পুনরায় আক্রমণের মতো দেখাতে পারে। এছাড়াও এর জন্য ১০ হাজারেরও বেশি সৈন্যের পাশাপাশি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন হতে পারে।

এর আগেও ট্রাম্প পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত অঞ্চল নানা অঞ্চল দখলের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাগরাম ঘাঁটি নিয়েও কয়েক বছর ধরে আগ্রহ দেখিয়ে আসছেন তিনি।

শনিবার ঘাঁটি পুনরুদ্ধারের জন্য তিনি মার্কিন সেনা পাঠাবেন কি-না জানতে চাইলে ট্রাম্প সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমরা এখনি এটা নিয়ে কিছু বলতে চাই না।’

তবে তিনি বলেন, ‘আমরা এখন আফগানিস্তানের সাথে কথা বলছি। আমরা এটি ফিরে পেতে চাই, আমরা এটি অবিলম্বে ফিরে পেতে চাই। এবং যদি তারা এটি না করে, তাহলে আপনারা দেখতে পাবেন, আমি কী করি।’

সূত্র : রয়টার্স