অভিবাসীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ করল যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন এই নিয়মের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে আরো বেশি করে যাচাই-বাছাই করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের (ইএডি) স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বন্ধ করার জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়ম ঘোষণা করেছে। এই পদক্ষেপ হাজার হাজার বিদেশী কর্মচারীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বিভাগটি বলেছে, যারা ৩০ অক্টোবর বা তার পরে ইএডি নবায়নের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন না। তবে ৩০ অক্টোবরের আগে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া ইএডির ওপর কোনো প্রভাব পড়বে না।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন এই নিয়মের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে আরো বেশি করে যাচাই-বাছাই করা হবে।

ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি পুরনো নিয়মকে বদলে দিয়েছে। ওই নিয়মে নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরেও ৫৪০ দিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়া হতো।

মার্কিন সরকার বলছে, এই নিয়মে অভিবাসী কর্মীদের অতীত আরো ঘন ঘন পর্যালোচনা করা হবে। তাদের বিশ্বাস, নতুন নিয়ম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জালিয়াতি রোধ করতে এবং ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে আসা অভিবাসীদের শনাক্ত করতে সক্ষম হবে।

ইউএসসিআইএস জানিয়েছে, অভিবাসীদের তাদের ইএডির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নবায়নের আবেদন জমা দিতে হবে। ইএডি নবায়নের আবেদন জমা দিতে যত বেশি দেরি হবে, কর্মক্ষেত্রে বৈধতা বা নথিপত্রের অভাবে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তত বাড়বে।

সূত্র : এনডিটিভি