যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দেশটিতে দুইবার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন।

যুক্তরাজ্য সরকার লাল গালিচা বিছিয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে।

লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতা ও তার স্ত্রী মেলানিয়া লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানযাত্রার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা খুব বড় একটা ব্যাপার হতে যাচ্ছে।’

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দেশটিতে দুইবার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রতি ট্রাম্প দীর্ঘদিন ধরেই অনুরক্ত। এর আগে, ২০১৯ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে তিনি যুক্তরাজ্য সফর করেন।

ট্রাম্পের জন্য রাজা তৃতীয় চার্লস স্থানীয় সময় আজ বুধবার উইন্ডসর ক্যাসেলে এক রাজকীয় ভোজ ও ঘোড়ার গাড়িতে যাত্রায় স্বাগত জানাবেন। এরপর বৃহস্পতিবার ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার বাসভবনে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বর্তমান রাজা চার্লস আমার বন্ধু। তিনি অত্যন্ত মার্জিত ভদ্রলোক। তিনি দেশের প্রতিনিধিত্ব অত্যন্ত সুন্দরভাবে করেন।’

ট্রাম্পের এই সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উইন্ডসর ক্যাসেলকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে। যাতে করে ট্রাম্পকে জনতার কাছ থেকে দূরে রাখা যায়।

সূত্র : বাসস