মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, রাশিয়ার জ্বালানি আয়ের উৎস বন্ধ করার প্রচেষ্টা জোরদার করতে তিনি পরবর্তীতে চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবেন।
রাশিয়ার সমুদ্রপথে অপরিশোধিত তেল রফতানির দুই প্রধান ক্রেতা হলো ভারত ও চীন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপীয় ক্রেতারা রুশ তেল কেনা বন্ধ করে দেয়। ফলে রাশিয়া বাধ্য হয়ে কম দামে তেল বিক্রি করতে শুরু করে। তারই সুযোগ নিচ্ছে ভারত ও চীন।
ট্রাম্প সম্প্রতি রুশ তেল কেনার জন্য ভারতকে লক্ষ্যবস্তু করেছেন। ইউক্রেনে শান্তি চুক্তির জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে দেশটির অপরিশোধিত তেল কেনাকে নিরুৎসাহিত করতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন।
হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এই ব্যাপারটায় আমি খুশি ছিলাম না। তিনি (মোদি) আজ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটা বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে রাজি করাব।’
মোদি ট্রাম্পের প্রতি এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি-না, সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি।
ট্রাম্পের মনোনীত নতুন ভারতীয় রাষ্ট্রদূত সার্জিও গোর মোদির সাথে বৈঠকের কয়েকদিন পরেই এই ঘোষণা আসে। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র গোরের নিয়োগকে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, তিনি ওয়াশিংটনে এক বৈঠকে জাপানের অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোকে বলেছেন যে ট্রাম্প প্রশাসন আশা করছে, জাপানও রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করবে।
সূত্র : রয়টার্স