ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি পণবন্দীদের মুক্তির বিষয়ে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৬ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এ তথ্য জানিয়েছে।
ওভাল অফিসে একজন সাংবাদিক ট্রাম্পকে ইসরাইল ও হামাসের মধ্যে পণবন্দীদের নিয়ে আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হামাসের সাথে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব পণবন্দীদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি পণবন্দীদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। খারাপ হবে বলে আমার মনে হয়।
তিনি বলেন, ‘কমপক্ষে ২০ জন পণবন্দী জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। আমি শুনেছি, তাদের মধ্যে কেউ কেউ সম্প্রতি মারা গেছেন। আমি আশা করি এটা ভুল।’
বৃহস্পতিবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আবারো হামাসকে অবশিষ্ট জীবিত পণবন্দীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান এবং ইঙ্গিত দেন যে যদি তা করা হয় তবে গোষ্ঠীটিকে ধ্বংস করা হবে না।
হামাসের হাতে এখন খুব বেশি জীবিত পণবন্দী না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি, যখন পণবন্দীর সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে, খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’