মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও সাহায্য বন্ধের হুমকি দেয়ার পর কলম্বিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, রাষ্ট্রদূত ড্যানিয়েল গার্সিয়া-পেনা ইতোমধ্যেই প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাথে দেখা করতে বোগোটায় পৌঁছেছেন।
এর আগে, পেত্রোকে ট্রাম্প ‘অবৈধ মাদক নেতা’ বলে অভিহিত করেছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেন, কলম্বিয়াকে সাহায্য বন্ধ করে দেয়া হবে এবং পেত্রো যদি দেশে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আরো পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র নিজেই কাজটি করবে।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মূল কারণ হলো ক্যারিবীয় অঞ্চলে নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব নৌযানের বেশিভাগই ভেনেজুয়েলা থেকে মাদক পরিবহন করছে। এই হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এর তীব্র সমালোচনা করেছেন পেত্রোও।
কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি সোমবার বলেন, তিনি এই মন্তব্যগুলোকে ‘কলম্বিয়ার বিরুদ্ধে আক্রমণ বা সামরিক পদক্ষেপের হুমকি’ হিসেবে দেখেছেন।
এদিকে শুক্রবার কলম্বিয়া থেকে আসা একটি জাহাজে হামলা চালিয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, এটি মাদক পরিবহনের সাথে জড়িত একটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তবে ট্রাম্প প্রশাসন এই দাবির বিষয়ে কোনো প্রমাণ দেয়নি।
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় জানান, হামলায় নিহতদের মধ্যে একজন ছিলেন আলেজান্দ্রো কারাঞ্জা নামে একজন কলম্বিয়ান জেলে। তার মাদক পাচারের সাথে কোনো সম্পর্ক ছিল না।
সূত্র : আল জাজিরা



