মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা না করতে সতর্ক করে দিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ ‘অযৌক্তিক’ হবে বলে জানিয়েছেন তিনি।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, গত সপ্তাহে নেতানিয়াহুর সাথে ফোনালাপে তিনি কি হামলা থেকে বিরত থাকতে বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি কথা বলতে চাই, হ্যাঁ, বলেছি।’
ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে ঠিক কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি, আমার মনে হয় না এটা উপযুক্ত সময়। আমরা ওদের (ইরান) সাথে খুব ভালো আলোচনা করছি।’
তিনি আরো বলেন, ‘আমি ওনাকে বলেছি, এখন এটা করা মোটেও সঠিক হবে না। কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
‘আমার মনে হয়, ওরা (ইরান) একটি চুক্তি করতে চায়। আর যদি সেটা সম্ভব হয়, তাহলে অনেক জীবন রক্ষা পাবে।’
গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে পাঁচ দফা আলোচনা করেছে। ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।
এর আগে বুধবার ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হয়, তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) মার্কিন পরিদর্শকদের নিজেদের স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনা করতে পারে।
তবে তেহরানকে দীর্ঘদিনের শত্রু মনে করা ইসরাইল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
ট্রাম্প যদিও সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তবে তিনি জানিয়েছেন, আগে তিনি একটি চুক্তির জন্য সুযোগ দিতে চান। একইসাথে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ ধরনের কোনো হামলা হলে তার নেতৃত্বে থাকবে ইসরাইল, যুক্তরাষ্ট্র নয়।
ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বরাবরই বলে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
সূত্র : বাসস