ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

একইসাথে বলসোনারোকে ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো |সংগৃহীত

সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে দোষী সাব্যস্ত করার কয়েক ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টের পাঁচ +একটি বেঞ্চ এই সাজা ঘোষণা করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের নির্বাচনে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার জন্য তারা বলসোনারোকে দোষী সাব্যস্ত করেছেন।

পাঁচ বিচারপতির মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে ‘অযৌক্তিক ও অতিরিক্ত’ বলে অভিহিত করেনে এবং আপিলের ঘোষণা দেন।

একইসাথে বলসোনারোকে ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বলসোনারো বর্তমানে গৃহবন্দী আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আদালত তাকে গৃহবন্দীর আদেশ দেন। তিনি রায়ের শেষ ধাপের শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন না।

বলসোনারো এর আগে থেকেই দাবি করে আসছিলেন, এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেয়া ঠেকাতে সাজানো হয়েছে। যদিও ইতোমধ্যেই তাকে পৃথক অভিযোগে সরকারি পদ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি একে ‘উইচ হান্ট’ বলেও অভিহিত করেন।

একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলসোনারোর বিচারের প্রতিক্রিয়ায় ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। দোষী সাব্যস্ত রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প নিজের অভিজ্ঞতার সাথে তুলনা করে বলেন, ‘আমার সাথেও এমন করার চেষ্টা হয়েছিল, তবে তারা সফল হয়নি।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ‘সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অন্যায্যভাবে কারাদণ্ড দেয়ার রায় দিয়েছে’। তিনি ‘এই উইচ হান্টের প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর’ হুমকি দেন।