নাইজেরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য শনিবার (২০ ডিসেম্বর) দেশটির সাথে যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র এই চুক্তিকে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করার লক্ষণ বলে অভিহিত করেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলার নিন্দা করার পর এ সহায়তা চুক্তি হলো।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, পাঁচ বছরের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ওয়াশিংটন এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিও প্রতিরোধে এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রায় ২.১ বিলিয়ন ডলার অনুদান দেবে।
মুখপাত্র আরো জানান, নাইজেরিয়া পাঁচ বছরের সময় সীমায় তাদের জাতীয় স্বাস্থ্য ব্যয় প্রায় তিন বিলিয়ন ডলার বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং এই দ্বিপক্ষীয় চুক্তিতে ‘খ্রিস্টান ধর্মীয়ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উন্নয়নের ওপর বিশেষ জোর’ দেয়া হয়েছে।
এর আগে, গত মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেছিলেন, ‘খ্রিস্টানদের হত্যার বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।’
এদিকে ওয়াশিংটন ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ‘বিশেষ উদ্বেগের’ দেশগুলোর তালিকায় নাইজেরিয়াকে অন্তর্ভুক্ত করেছে এবং নাইজেরিয়ানদের ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করেছে।
শনিবার স্বাক্ষরিত চুক্তিটি খ্রিস্টান জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার জন্য নাইজেরিয়ান সরকার যে সংস্কার করেছে, তার সাথে সম্পর্কিত আলোচনার মাধ্যমে করা হয়েছে।
সূত্র : বাসস



