ক্ষয়িষ্ণু ইউরোপের নেতৃত্ব দিচ্ছে দুর্বল নেতারা : ট্রাম্প

ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি তারা দুর্বল। ইউরোপ জানে না কী করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ দেশগুলোর দল আখ্যা দিয়ে বলেছেন, এই দেশগুলোর নেতৃত্বে রয়েছেন ‘দুর্বল’ নেতারা। তিনি অভিযোগ করেছেন, পশ্চিম ইউরোপের দেশগুলো ভুলভাবে অভিবাসন পরিচালনা করছে এবং ইউক্রেনের যুদ্ধ অবসানে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পশ্চিম ইউরোপের রাজনৈতিক শ্রেণীকে অকার্যকর বলে অভিহিত করে বলেছেন, ‘আমি মনে করি তারা দুর্বল। ইউরোপ জানে না কী করতে হবে।’

ইউক্রেন শান্তি আলোচনায় পশ্চিম ইউরোপের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের নেতারা ‘অতিরিক্ত কথা বলেন’। তিনি আরো বলেন, যদি তারা এখনো বিশ্বাস করেন যে কিয়েভ জিততে পারে, তাহলে তারা যতদিন ইচ্ছা সমর্থন করে যেতে পারেন।

তিনি জোর দিয়ে বলেন, ইউরোপে তার কোনো প্রকৃত শত্রু নেই এবং এর বেশিভাগ নেতার সাথেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে তিনি ভালো নেতা, খারাপ নেতা, বুদ্ধিমান ব্যক্তি ও বোকাদের চেনেন।

ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, ‘ইউরোপীয় অভিবাসন নীতি কিছু রাজ্যকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। যদি এটি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে, তাহলে আমার মতে ইউরোপ থাকবে না, সেই দেশগুলোর অনেকগুলোই আর কার্যকর দেশ থাকবে না। তাদের অভিবাসন নীতি একটি বিপর্যয়। তারা অভিবাসন নিয়ে যা করছে তা একটি বিপর্যয়।’

তিনি দাবি করেন, অনেক ইউরোপীয় সরকার মানুষকে ‘কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই’ দেশে ঢুকতে দিচ্ছে এবং যারা অবৈধভাবে আসে, তাদের ফেরত পাঠাতে নেতারা অস্বীকৃতি জানাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায় এবং তারা তাদের যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাতে চায় না।’

তবে ট্রাম্প সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাঙ্গেরি ও পোল্যান্ডের প্রশংসা করেন এবং এর বিপরীতে অন্যান্য ইউরোপীয় দেশ, বিশেষ করে জার্মানি ও সুইডেনের সমালোচনা করেন। তার দাবি, এসব দেশ অভিবাসন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

সূত্র : আরটি