ল্যাটিন আমেরিকায় স্থল হামলার ঘোষণা দিলেন ট্রাম্প

ল্যাটিন আমেরিকার মাদক পাচারকারীদের লক্ষ্য করে অচিরেই স্থল হামলা শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
ল্যাটিন আমেরিকায় স্থল হামলার ঘোষণা দিলেন ট্রাম্প
ল্যাটিন আমেরিকায় স্থল হামলার ঘোষণা দিলেন ট্রাম্প |আল জাজিরা

ল্যাটিন আমেরিকার মাদক পাচারকারীদের লক্ষ্য করে অচিরেই স্থল হামলা শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী ভেনিজুয়েলার উপকূলে কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এদিকে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছাড়া করার আগ পর্যন্ত মার্কিন এসব চাপে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী।

ট্রাম্প বলেন, ‘স্থল হামলায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে টার্গেট করা হবে। ভেনিজুয়েলা দেশটিতে হামলা করার দরকার হবে না।’ তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এই হামলা করা হবে।’

তবে কবে নাগাদ এই হামলা হতে পারে বা কোথায় হামলা হতে পারে, এ বিষয়ে কিছু বলেননি তিনি।

সূত্র : আল জাজিরা