কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের হুমকি ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘তিনি যদি সতর্ক না হন, তাহলে তাকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়ে বলেছেন, এবার দক্ষিণ আমেরিকার এই নেতা তার মাদকবিরোধী অভিযানের পরবর্তী নিশানা হতে পারেন।

বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসে ব্যবসায়ী নেতাদের সাথে গোলটেবিল বৈঠকে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি পেত্রোর সাথে কথা বলেছেন কি না। এরপরই রিপাবলিকান নেতা তীব্র প্রতিক্রিয়া জানান।

আক্রমণাত্মক বক্তব্য শুরু করার আগে ট্রাম্প বলেন, ‘আমি আসলে তাকে নিয়ে খুব বেশি ভাবিনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি বেশ শত্রুভাবাপন্ন। তিনি যদি সতর্ক না হন, তাহলে তাকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।’

তিনি আরো বলেন, ‘কলম্বিয়া প্রচুর মাদক উৎপাদন করছে। তাদের কোকেনের কারখানা আছে। তারা কোকেন তৈরি করে এবং তারা সরাসরি যুক্তরাষ্ট্রে বিক্রি করে। তাই তার সতর্ক হওয়া উচিত, না হলে এরপর তার পালা। আমি আশা করি তিনি শুনবেন। এরপর তার পালা, কারণ যারা মানুষ হত্যা করেন, তাদের আমরা পছন্দ করি না।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ভেনিজুয়েলা ও ইরানকে শাস্তি দেয়ার লক্ষ্যে ক্যারিবিয়ান সাগরে একটি তেল ট্যাঙ্কার আটক করেছে।

আধুনিক কলম্বিয়ার ইতিহাসের প্রথম বামপন্থী নেতা পেত্রোর সাথে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। পেত্রোকে নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের এই আক্রমণাত্মক মন্তব্যের কারণে কলম্বিয়ার সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই দেশটি বৈশ্বিক ‘মাদকবিরোধী যুদ্ধের’ অংশ হিসেবে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অংশীদার ছিল।

সূত্র : আল জাজিরা