ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আইন ভঙ্গ করার ঘটনাগুলোর মধ্যে ‘সিংহভাগ’ ছিল শারীরিক আক্রমণ, মাদকের প্রভাবে গাড়ি চালানো, ডাকাতি ও ‘সন্ত্রাস সমর্থনের’ ঘটনা।

নয়া দিগন্ত অনলাইন
ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় |বিবিসি

যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করা এবং মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, বিবিসিকে তারা জানিয়েছে আইন ভঙ্গ করার ঘটনাগুলোর মধ্যে ‘সিংহভাগ’ ছিল শারীরিক আক্রমণ, মাদকের প্রভাবে গাড়ি চালানো, ডাকাতি ও ‘সন্ত্রাস সমর্থনের’ ঘটনা।

অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান চলতে থাকার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।