মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৯ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক শুল্ক রাজস্ব থেকে কমপক্ষে দুই হাজার ডলার করে পাবেন। তবে প্রস্তাবটির জন্য খুব সম্ভবত কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, ‘প্রত্যেককে (উচ্চআয়ের মানুষদের বাদ দিয়ে) কমপক্ষে ২০০০ ডলার লভ্যাংশ দেয়া হবে।’
প্রত্যেক মার্কিন নাগরিককে অর্থ দেয়ার এই ঘোষণা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরকারের অচলাবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে।
পরে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসিকে বলেন, দুই হাজার ডলারের লভ্যাংশ অনেকভাবেই দেয়া যেতে পারে। এতে কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে- যেমন বখশিশ ও ওভারটাইম আয়ের ওপর কর না নেয়ার ব্যবস্থা।
ট্রাম্প তার বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘যারা শুল্কের বিরোধিতা করে, তারা বোকা। আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী ও মর্যাদাপূর্ণ দেশ। এখানে প্রায় মুদ্রাস্ফীতি নেই বললেই চলে এবং শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায় রয়েছে।’
তিনি দাবি করেন, শুল্কের ফলে ট্রিলিয়ন ডলার আয় হচ্ছে যা ‘শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ’ পরিশোধ করতে শুরু করবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



