সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

সৌদি আরবের কাছে উন্নত যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা তা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৭ নভেম্বর) বলেছেন, তিনি সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের কথা বিবেচনা করছেন।

আজ মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের কথা রয়েছে। তার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প এ মন্তব্য করলেন।

সৌদি আরবের কাছে উন্নত যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা তা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।’

এর আগে, শুক্রবার ট্রাম্প বলেন, ‘রিয়াদ লকহিড মার্টিনের তৈরি উন্নত বিমান কেনার ব্যাপারে জোরালো আগ্রহ দেখিয়েছে। তারা অনেকগুলো জেট কিনতে চায়। তারা আমাকে এটি দেখতে বলেছে। তারা অনেকগুলো ৩৫ কিনতে চায়, কিন্তু তারা আসলে এর চেয়েও বেশি কিছু কিনতে চায়।’

বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বরা হয়, তিনি এই বিক্রির পক্ষে সমর্থন জানাচ্ছেন। তারপর পরই তিনি এ মন্তব্য করলেন।

একজন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, সৌদি যুবরাজের সফরকালে ট্রাম্প ও তিনি এফ-৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন। এর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চুক্তিসহ অন্যান্য অর্থনৈতিক ও প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি