ট্রাম্পকে নিজের পদক উপহার দিলেন নোবেল বিজয়ী মাচাদো

নোবেল বিজয়ী ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। তবে নোবেল কমিটি জানায়, পদক হস্তান্তরযোগ্য হলেও ‘নোবেল বিজয়ী’ উপাধি হস্তান্তর করা যায় না।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো
ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার পদক প্রদান করেছেন বলে নিজেই জানিয়েছেন।

ট্রাম্পের সাথে তার এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। মাচাডো বলেন, ‘আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলার জন্য একটি ঐতিহাসিক দিন।’

পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই পদক্ষেপ পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়। পরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত।

সপ্তাহে মাচাদো যখন এই পদক ট্রাম্পের সাথে ভাগ করে নেয়ার কথা জানিয়েছিলেন। তবে নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দেয়, এই পুরস্কার হস্তান্তরযোগ্য নয়।

নোবেল পিস সেন্টার বিবৃতিতে জানায়, একবার পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। একটি পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী’ উপাধিটি অপরিবর্তিত থাকে।

উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে জয়ী দাবি করলেও মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প মাচাদোকে সরাসরি সমর্থন না দিয়ে রদ্রিগেজের সাথে কাজ শুরু করেন।

সূত্র : বিবিসি