মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ওপর শুল্ক আরোপ কিছুদিনের জন্য স্থগিত করা ও ট্রেজারি বন্ডের সুদের হার কমে যাওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে।
নিউ ইয়র্ক থেকে এএফপি জানিয়েছে, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন, যাতে আলোচনার সুযোগ থাকে। এ খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে এবং বাজার চাঙা হয়েছে। শুক্রবারের বাজার-পতনের ধাক্কাও কিছুটা পুষিয়ে নিয়েছে।
বিশ্লেষকরা জানান, মার্কিন ভোক্তা আস্থার হার আশানুরূপের চেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে, জাপান দীর্ঘমেয়াদি বন্ড ইস্যু সীমিত করবে এমন খবরে মার্কিন ৩০ বছরের বন্ডের সুদ পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে।
এদিকে ডাও জোন্স সূচক ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২,৩৪৩.৬৫ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.১ শতাংশ বেড়ে হয়েছে ৫,৯২১.৫৪। টেকনোলজিভিত্তিক নাসডাক সূচক ২.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯,১৯৯.১৬।
এডওয়ার্ড জোন্সের বিশ্লেষক অ্যাঞ্জেলো কোরকাফাস বলেন, ‘সপ্তাহের শুরুটা ইতিবাচক হয়েছে, যদিও পুরোপুরি নিরাপদ অবস্থায় এখনো পৌঁছানো যায়নি। বাজার এখনো খবরনির্ভর অবস্থায় চলছে।’
৫০ পার্ক ইনভেস্টমেন্টসের একজন বিশ্লেষক অ্যাডাম সারহান বলেন, শুক্রবার বাজার পড়ে গিয়েছিল কারণ ট্রাম্প তখন আবার ইইউ ও যুক্তরাষ্ট্রে তৈরি না হওয়া স্মার্টফোন কোম্পানির ওপর শুল্ক আরোপের হুমকি দেন। কিন্তু এখন শুল্ক হ্রাসের সিদ্ধান্তে বিনিয়োগকারীরা সামনে আশাব্যঞ্জক পরিস্থিতি আসতে পারে বলে মনে করছেন।
সূত্র : বাসস