মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল চীন সফর করবে বলে জানা গেছে। ডেমোক্র্যাটিক প্রতিনিধি অ্যাডাম স্মিথ আইনপ্রণেতাদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টম্বর) হাউস আর্মড সার্ভিসেস কমিটির সাথে যুক্ত একজন সদস্যের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে অ্যাডাম স্মিথ এনবিসি নিউজকে বলেছেন, তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংলাপ জোরদার করতে চান। তিনি বলেন, চীনের সাথে কেবল কথা বলা মানে তাদের সব কাজের অনুমোদন নয়। চীন একটি বৃহৎ ও শক্তিশালী দেশ।
প্রতিনিধিদলটি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে দেখা করবেন কি-না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। স্মিথ সশস্ত্র পরিষেবা কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট। তবে এর চেয়ারম্যান রিপাবলিকান মাইক রজার্স এই সফরে অংশগ্রহণ করছেন না বলে জানায় এনবিসি।
এই সফরের খবর এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য আলোচনা করছে। দেশ দু’টি আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি বেশিভাগ পারস্পরিক শুল্কের ওপর যুদ্ধবিরতি ১০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেন। তিনি মেক্সিকো, কানাডা ও চীনের ওপর পৃথক শুল্ক আরোপ করেন।
সূত্র : বাসস