ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ সম্পর্কে পরস্পরবিরোধী বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে আসন্ন যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, এর নেতা নিকোলাস মাদুরোর দিন শেষ হয়ে আসছে।
রোববার (২ নভেম্বর) মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে। তাদের দাবি, এসব নৌযানে মাদক বহনে ব্যবহার করা হচ্ছিল।
অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে যাচ্ছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না।’ প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর সময় শেষ হয়ে আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাদুরোর অভিযোগ, মাদকবিরোধী লড়াইয়ের অজুহাতে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য, দেশটির তেলসম্পদ দখল করা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে নৌযানগুলোতে ১৫টিরও বেশি মার্কিন হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। সর্বশেষ হামলাটি শনিবার ঘটেছে। এই অঞ্চলের অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সমালোচনা করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের প্রথমদিকে শুরু হওয়া এই হামলাগুলো চিহ্নিত মাদক পাচারকারীদের নিশানা করে চালানো হয়ে থাকলেও তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।
হামলার লক্ষ্যবস্তু নৌযানগুলো সত্যিই মাদক পাচারের সাথে জড়িত ছিল কি না অথবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল কি না, সে বিষয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি।
সূত্র : এএফপি



