ফ্লোরিডায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ বৈঠক আজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপের দিকে এগোনোর জন্য চাপ দিচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এ বৈঠককে গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ভঙ্গুর গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপের দিকে এগোনোর জন্য চাপ দিচ্ছেন

ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে গুরুত্বপূর্ণ বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা আশঙ্কা করছেন যে ইসরাইল ও হামাস উভয়ই তাদের যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে ধীরগতিতে এগোচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহু নিজেই এই আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানুয়ারির মধ্যেই গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকার গঠন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের ঘোষণা দিতে আগ্রহী বলে জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার বৈঠক স্থানীয় সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

ইসরাইলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, বৈঠকে নেতানিয়াহু দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবেন। যার মধ্যে রয়েছে ‘হামাস ও গাজাকে নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করা।

সূত্র : বাসস