ভেনিজুয়েলার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
দুর্যোগ ত্রাণ সংস্থা ও সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা বলিভার রাজ্যের এল ক্যালাও শহরের একটি স্বর্ণের খনি থেকে শ্রমিকদের লাশ উদ্ধারের জন্য কাজ করছে।
গায়ানা ও ব্রাজিল সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাতের সময় শ্রমিকরা মাটির নিচে অবস্থান করছিলেন। ভারি বৃষ্টিপাতের ফলে এসময় বেশ কয়েকটি খনিতে পানি ঢুকে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে খনি থেকে শ্রমিকদের বেশ ক’টি কর্দমাক্ত লাশ তুলে আনতে দেখা গেছে।
দুর্যোগে আপন দুই ভাইকে হারিয়েছেন এলিজাবেথ জেরপা। তিনি এএফপিকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ।’
এল ক্যালাও শহরটির অর্থনীতির মূল ভিত্তি হলো স্বর্ণের খনি। কারাকাসের প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটি প্রায় ৬০ হাজার খনি শ্রমিকের আবাসস্থল। তবে ওই খনিটি বৈধ নাকি অবৈধভাবে পরিচালিত ছিল সে সম্পর্কে জানা যায়নি।
দক্ষিণ আমেরিকাজুড়ে অবৈধ সোনার খনিতে প্রায়শই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে বলিভার রাজ্যে সোনার খনি ধসে কমপক্ষে ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস