হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

গুলিবিদ্ধ আরেক সদস্যের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের কাছে একদিন আগে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য সদস্যের অবস্থাও গুরুতর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সেনাদের সাথে ভিডিও কলে কথা বলার ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য সারাহ বেকস্ট্রম ও তার সহকর্মী হোয়াইট হাউস থেকে কিছুটা দূরে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়।

ট্রাম্প ২০ বছর বয়সী বেকস্ট্রমকে ‘অত্যন্ত সম্মানিত, তরুণ, দুর্দান্ত ব্যক্তি’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, ২৪ বছর বয়সী সহকর্মী অ্যান্ড্রু উলফের অবস্থা এখনো আশঙ্কাজনক।

দুই ন্যাশনাল গার্ড সদস্যের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী আফগান নাগরিক রাহমানাউল্লাহ লাকানওয়ালের নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তিনি ২০২১ সালে আফগানিস্তান থেকে পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রে অভিবাসনের আগে মার্কিন গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেতেন বলে জানিয়েছে সিআইএ।

ওয়াশিংটন ডিসিতে আল জাজিরার সংবাদদাতা রোজিল্যান্ড জর্ডান জানান, বেকস্ট্রম হাই স্কুল ছেড়ে দুই বছর আগে পশ্চিম ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডে যোগদান করেন। বুধবার দুপুরে তিনি একজন সহকর্মীর সাথে টহল দিচ্ছিলেন। এ সময় তারা অতর্কিত আক্রমণের শিকার হন।

কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনাইন পিরো বৃহস্পতিবার বলেন, বন্দুক হামলায় নিহতদের মধ্যে যেকোনো একজন বা উভয়ই নিহত হলে লাখানওয়ালের বিরুদ্ধে প্রসিকিউটররা পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনবেন।

এদিকে হামলার পর ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, তারা আফগানিস্তানসহ ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের গ্রিন কার্ড পর্যালোচনা করছে।

সূত্র : আল জাজিরা