যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

টেক্সাসের মধ্যাঞ্চলজুড়ে বন্যায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুয়াদালুপ নদী যেখান দিয়ে প্রবাহিত, সেই কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় শেরিফের অফিস অনুসারে, ২৮ শিশুসহ কমপক্ষে ৮৪ জন মারা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
টেক্সাসের মধ্যাঞ্চলজুড়ে বন্যায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
টেক্সাসের মধ্যাঞ্চলজুড়ে বন্যায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকারীরা পানির স্রোতে ভেসে যাওয়া মানুষদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা হয়।

বন্যায় কের কাউন্টিতে নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। এতে ক্যাম্পে অংশ নেয়া কমপক্ষে ২৭ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন।

আবহাওয়াবিদেরা আরো বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সোমবার এক বিবৃতিতে বলেন, বন্যার সম্ভাবনাসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এখনো রয়েছে। হতাহতের সংখ্যাও আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার সাংবাদিকদের বলেন, বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যে দোষারোপ করা হচ্ছে, তা একেবারেই মিথ্যা। জাতীয় শোকের এই সময়ে এটি কোনো কাজে আসবে না।

টেক্সাসের মধ্যাঞ্চলজুড়ে বন্যায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুয়াদালুপ নদী যেখান দিয়ে প্রবাহিত, সেই কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় শেরিফের অফিস অনুসারে, ২৮ শিশুসহ কমপক্ষে ৮৪ জন মারা গেছে।

নিহতদের মধ্যে ক্যাম্প মিস্টিকে অবস্থানকারী ২৭ জনও রয়েছে। বন্যা আঘাত হানার সময় ক্যাম্পটিতে আনুমানিক ৭৫০ জন মেয়ে ছিল, যাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

সূত্র : এএফপি