ফিলিস্তিনিদের ওপর নজরদারি

ইসরাইলি বাহিনীর জন্য ক্লাউড সেবা বন্ধ করল মাইক্রোসফট

মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সিস্টেমটি ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিমান হামলা ও অভিযান পরিচালনা করতেও সহায়তা করেছিল।

নয়া দিগন্ত অনলাইন
মে মাসে সিয়াটলে মাইক্রোসফটের একটি ইভেন্টের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান
মে মাসে সিয়াটলে মাইক্রোসফটের একটি ইভেন্টের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান |সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরাইলি সেনাবাহিনীর জন্য তাদের কিছু সেবা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে ইসরাইলি সেনাবাহিনী লাখ লাখ ফিলিস্তিনির ওপর নজরদারি চালাত। যা প্রতিষ্ঠানটির শর্ত লঙ্ঘন করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বার্তায় স্মিথ বলেছেন, দ্য গার্ডিয়ান, +৯৭২ ম্যাগাজিন ও হিব্রু ভাষার সংবাদমাধ্যম লোকাল কলের যৌথ তদন্তের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটি ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের ‘কিছু পরিষেবা বন্ধ ও নিষ্ক্রিয়’ করেছে।

অনুসন্ধানী প্রতিবেদনটি গত ৬ আগস্ট প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ইউনিট ৮২০০ মাইক্রোসফ্টের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত গাজা ও অধিকৃত পশ্চিমতীরে নজরদারির মাধ্যমে ফোনকলের তথ্য সংরক্ষণ করত।

ইউনিট ৮২০০ ইসরাইলি সামরিক বাহিনীর অভিজাত সাইবার যুদ্ধ ইউনিট। এটি গোপন অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি চালায়।

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও ইউনিট ৮২০০-এর প্রধান ইয়োসি সারিয়েলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাইক্রোসফটের অ্যাজুরে প্ল্যাটফর্মে বিপুল পরিমাণে সংবেদনশীল গোয়েন্দা তথ্য স্থানান্তরে সহযোগিতা করার জন্য একটি চুক্তি করা হয়।

এরপর ২০২২ সাল থেকে অ্যাজুরের বিপুল স্টোরেজ ও কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে ফিলিস্তিনিদের ফোনকল শোনা, বিশ্লেষণ ও সংরক্ষণের কাজ চলতে থাকে।

ইউনিট ৮২০০-এর একাদিক সূত্র জানিয়েছে, ক্লাউডভিত্তিক সিস্টেমটি ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিমান হামলা ও অভিযান পরিচালনা করতেও সহায়তা করেছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর নজরদারির মাধ্যমে পাওয়া তথ্যের একটি বড় অংশ নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডে অবস্থিত মাইক্রোসফ্টের অ্যাজুরে সার্ভারে সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্মিথ বলেন, ‘দুটি নীতির ওপর ভিত্তি করে’ প্রতিবেদনে উল্লেখ করা অভিযোগগুলো পর্যালোচনা করেছে মাইক্রোসফট। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরাইলি সামরিক তথ্য সংরক্ষণ প্রতিষ্ঠানটির শর্তাবলী লঙ্ঘন করেছে।

তিনি ইসরাইলি সেনাবাহিনীর ইউনিটের নাম উল্লেখ না করলেও নিশ্চিত করেন, নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ এবং এআই পরিষেবা ও প্রযুক্তিসহ কিছু ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবস্ক্রিপশন বাতিল করা হয়েছে।

সূত্র : আল জাজিরা