যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছেন, প্রতিবেশী দেশ কানাডার সাথে নতুন করে শুল্ক বিরোধের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে তার ‘সুন্দর’ আলাপ হয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক শেষে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের মধ্যে খুব সুন্দর একটি কথোপকথন হয়েছে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের পুরনো রেডিও ভাষণ ব্যবহার করে তৈরি মার্কিন শুল্কবিরোধী একটি প্রচারণাকে ‘ভুয়া’ আখ্যায়িত করে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কানাডিয়ান পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করবেন। পাশাপাশি সব বাণিজ্য আলোচনা বাতিল করবেন।
তিনি কানাডা ও কার্নির বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগও করেন।
গত সোমবার কার্নি সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘আমি তার সাথে দেখা করতে চাই না।’
তবে বুধবার অ্যাপেক নৈশভোজে কার্নি ও ট্রাম্প একই টেবিলে বসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সূত্র : বাসস



