ভেনিজুয়েলায় মার্কিন হামলায় যুক্তরাজ্য জড়িত নয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। শনিবার (৩ জানুয়ারি) দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।
তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া ছাড়া আর কোনো মন্তব্য করবেন বলেও জানান তিনি।
স্টারমার বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে তিনি এখনো কোনো কথা বলেননি। তিনি আরো বলেন, এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ। এ ব্যাপারে আগে আমাদের বিস্তারিত খোঁজখবর নিতে হবে।
তিনি আরো বলেন, আমি এ বিষয়ে সর্বোচ্চ যেটা বলতে পারি, তা হলো- যুক্তরাজ্য এই অভিযানের সাথে কোনোভাবেই জড়িত নয়।
ভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ বেশ কয়েকজন মন্ত্রী। তাদের মধ্যে ক্ষমতাসীন লেবারপার্টির কিছু এনপিও রয়েছেন। তাদের নিন্দার বিষয়ে জানতে চাইলে স্টারমার বলেন, আমি প্রথমে বিস্তারিত জানতে চাই। এরপর কথা বলতে চাই মার্কিন প্রেসিডেন্টের সাথে। বিস্তারিত জানার আগে এর বেশি বলা আমি ঠিক মনে করি না।
তিনি আরো বলেন, আপনারা জানেন, আমি সবসময় বলি এবং বিশ্বাস করি- আমাদের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। তবে তারও আগে আমি মনে করি যে দ্রুতগতিতে চলমান পরিস্থিতিতে সঠিক তথ্য প্রতিষ্ঠা করা জরুরি।
সূত্র : বিবিসি



