মাদুরোর সমর্থনে সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া!

ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
মাদুরোর সমর্থনে সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া!
মাদুরোর সমর্থনে সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া! |বাসস

ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় মাদুরোর সমর্থনে মস্কো সামরিক পদক্ষেপ নেবে বলে মনে করেন না রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ভালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রে কর্তুনভ। তিনি বলেন, সম্ভবত রাশিয়া ঐক্যবদ্ধ ফ্রন্টে কাজ করবে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ও অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলোতে ভেনেজুয়েলার বিষয়টি উত্থাপনে চীনের সাথে একমত হবে। তবে এখনই সামরিক কোনো পদক্ষেপ নেয়ার চিন্তা করবে না।

তিনি আরো বলেন, রাশিয়া মাদুরোকে সমর্থন দিতে সম্ভবত অনেক দেরি করে ফেলেছে। কারণ, এখন ভেনিজুয়েলা একরকম হারিয়েই গেছে।

রাশিয়ার এই থিঙ্ক ট্যাঙ্ক সদস্য বলেন, এই ঘটনায় রাশিয়ার সর্বোচ্চ প্রতিক্রিয়া হবে এই যে ল্যাটিন আমেরিকায় মস্কোর ঐতিহ্যবাহী যেসব অংশীদার রয়েছে, তাদের সাথে সম্পর্ককে আরো জোরদার করা হবে। যেন ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থাগুলোকে একীভূত করা যায়। সম্ভবত জি-২০ এবং অন্যান্য সংস্থাগুলোর কাছেও আবেদন করা যায়।

সূত্র : আল জাজিরা